প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৯:০৮ পিএম , আপডেট: ২৩/০৮/২০১৬ ৯:০৯ পিএম

555544ঢাকা: দেশে এখন একনায়কের স্বৈরশাসন চলছে, বিরোধী মতকে দমন করতে রাতের আঁধারে সাদা পোশাকধারীরা ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে মানুষ। প্রতিনিয়ত খালি হচ্ছে মায়ের বুক, কোথাও পাওয়া যাচ্ছে না সুবিচার। এ কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর।

আজ মঙ্গলবার দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণসহ ৩০টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদ জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত সভায় বক্তব্য রাখছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে আপনার ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে তাদের মেরে ফেলা হয়েছে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব আসে, এতে দিতে গিয়েই দেখে বলে যে, স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এত মামলা, পালিয়ে চলে এসেছি, এখন হকারি করছি। রিকশা চালায় আমাদের ছেলেপেলে।’

এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে (ডেইস) বলল আপনাদের সামনেই।’ তিনি বলেন, ‘আমি দুঃখিত। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে, বাবার সঙ্গে ঈদ করতে চায়। সেই দেশ এখন। এর জন্য যুদ্ধ করেছিলাম?’

বিএনপি নেতা বলেন, ‘রামপালে পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য যারা প্রতিবাদ করছেন, আনু মুহাম্মদের মতো একজন পণ্ডিত মানুষকে রাস্তায় ফেলে দিয়ে মারতেও কুণ্ঠা বোধ করে না। কারণ সেখানে তাদের স্বার্থের ব্যাপার আছে সেটা তারা করবে।’

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে জনগণের ওপর চেপে বসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের স্বার্থ বিসর্জনেও কুণ্ঠা বোধ করে না।
ভিডিওটি দেখতে

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...