ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:৩৩ এএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় অনলাইন জুয়া খেলার টাকা নিয়ে চুরিকাঘাতে যোবায়ের নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানা পুলিশ বলছে- খুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- মূলতঃ গত একদিন আগেই মহেশখালীতে এ ঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা কেউই পুলিশ স্টেশনে জানায়নি। অনলাইন জুয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কক্সবাজার হাসপাতালেই ওই লোকটির মৃত্যু হয়। মহেশখালী থানার ওসি আরও জানান, নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (১৬)। তার বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায়৷

ওসি জানান, নিহত ওই ব্যক্তি একই এলাকার মোহাম্মদ রিদোয়ান নামের এক ব্যক্তির কাছ থেকে অনলাইন জুয়া সংক্রান্তে ৫শত টাকা পাওয়নাদার ছিলেন গত পরশু দিনের কোনো এক সময় তার পাওনার এই টাকা চাইতে গেলে কথা কাটাকাটির কোনো এক পর্যায়ে রিদোয়ান তাকে চুরিকাঘাত করে৷ এক পর্যায়ে আহত যোবায়েরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়- চিকিৎসা অবস্থায়ই তার মৃত্যু হয়।

ওসি মো. কাইছার হামিদ আরো জানান, এ ঘটনার গতকাল মধ্যরাত পর্যন্ত কেউই মহেশখালী থানায় অভিযোগ করেনি- তবে পুলিশ নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...