খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ...
ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে যদি অন্যায়ভাবে বরখাস্ত করা হয়, তবে আইন তার পক্ষে থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, যদি তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়, তবে আইন তার পক্ষে থাকবে। আর যদি ন্যায়সঙ্গত ভাবে বরখাস্ত করা হয়, তাহলে তো আইন তার বিপক্ষে থাকবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারুকুল ইসলামের সোমবার স্বাক্ষর করা চিঠিতে শ্যামল কান্তি ভক্তকে চারটি অভিযোগে সাময়িক বরখাস্ত করার কথা বলা হয়েছে।
পাঠকের মতামত