জাদুর কাঠিতে মুহূর্তের মধ্যে চমক সৃষ্টি করা কিংবা রূপকথার গল্পের মতো ‘আলাদীনের চেরাগ’ পেয়ে স্বপ্ন পূরণের কঠিন বাস্তবতা কজনের ভাগ্যেই ঘটে। স্বপ্নবাজ তরুণ আরমান আলিফের জীবনে সেটিই ঘটেছে নেটদুনিয়া মাত করে দেওয়া ‘অপরাধী’ গান দিয়ে; যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব নেটিজেনের কাছে। নতুন প্রজন্মের এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না যে, আলিফের ‘অপরাধী’ গানটি কোনো না কোনোভাবে শোনেননি কিংবা মনের ভুলেই গুনগুন করে গেয়ে ওঠেননি। শুধু তরুণ প্রজন্মই নয়, ফেসবুক-ইউটিউবের কল্যাণে গানটি এখন সবার মুখে মুখে। অংকুর মাহমুদের সংগীতায়োজনে আলিফের এ গানটির ভিউয়ার এখন দশ কোটি ছাড়িয়েছে।
এমনিভাবেই রাতারাতি তারকা হয়ে উঠেছেন ‘অপরাধী’-খ্যাত সংগীতশিল্পী আরমান আলিফ। এবারের ঈদুল আজহায় প্রকাশ পেতে যাচ্ছে সময়ের এ জনপ্রিয় শিল্পীর গাওয়া নতুন গান ‘নেশা’। তার মানে অপরাধীর পর ‘নেশা’ শিরোনামের নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন আরমান আলিফ। তারই লেখা, সুর ও কণ্ঠসৃত এ গানটি শিগগিরই প্রকাশ পাবে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ‘অপরাধী’র মতোই এর আগে তার ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’র ইউটিউব চ্যানেল ‘চন্দ্রবিন্দু বিডি’তে ২০১৭ সালে প্রকাশ পায় ‘নিকোটিন’। এবার জি সিরিজের ব্যানারে আসছে ‘নেশা’।
নতুন এ গান প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এ গানের কথা এবং সুরেও নতুনত্ব রয়েছে। গানের কথা ও সুরের নেশায় আবিষ্ট হয়ে আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, এবারের ঈদে “নেশা” গানটি সংগীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে। সবার অব্যাহত উৎসাহ-অনুপ্রেরণাই আমার আগামীর পথচলার পাথেয়।’
তিনি আরও বলেন, ‘এটি আসলে আমার জন্য ভালো লাগারই একটা বিষয়। সত্যিকার অর্থে “অপরাধী” গানটি যে এমনভাবে সাড়া ফেলবে, একদমই ভাবিনি। তবে এ মুহূর্তে সংগীত নিয়ে প্রত্যাশাটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। “অপরাধী” গানের জন্য ফেসবুক, ইউটিউবে সবার কমেন্ট, প্রশংসা এবং উৎসাহ-অনুপ্রেরণায় আমি মুগ্ধ। এজন্য সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।’ উল্লেখ্য, বাংলাদেশি সংগীতশিল্পীদের সব জনপ্রিয় গানের রেকর্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ‘অপরাধী’ গানটি ইউটিউবে সৃষ্টি করেছে কল্পনাতীত ইতিহাস।
পাঠকের মতামত