যুদ্ধবিধ্ধস্ত দেশ ইয়েমেনে ছয় মাসেরও বেশি আগে অপহৃত হওয়া বাংলাদেশি জাতিসংঘ কর্মীর ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা।
শনিবার (৩ সেপ্টেম্বর) ভিডিওটি সামনে আনে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন একেএম সুফিউল আনাম।এ বছরের ১১ ফেব্রুয়ারি তাকে দেশটির আবইয়ান প্রদেশের মুদিয়াহ শহরের কাছ থেকে অপহরণ করা হয়। জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো সে সময় এএফপিকে জানিয়েছিলেন, সুফিউলের সঙ্গে অপহরণের শিকার হন জাতিসংঘের আরও চার কর্মী। এরপর ছয় মাসের বেশি সময় পেরোলেও সন্ধান পাওয়া যায়নি সুফিউলের।
শনিবারের ভিডিও বার্তায় এটা স্পষ্ট যে, সেটি গত ৯ আগস্ট রেকর্ড করা হয়েছে।ভিডিও বার্তায় ইয়েমেনে অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে।
ভিডিওতে সুফিউল জানিয়েছেন, তাকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন আল–কায়েদা। মুক্তির জন্য আকুতি জানিয়ে তিনি বলেন, “ছয় মাস ধরে আমি কোথায় আটক আছি জানি না। আমার পরিবারও জানে না আমি কোথায় আছি। আমি যদি মারা যাই, আমার পরিবার জানতে পারবে না। আমি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও আর্থ্রাইটিসের মতো জটিল সব রোগে ভুগছি। আমার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেওয়া প্রয়োজন।”
সুফিউল আনাম জানান, ১১ ফেব্রুয়ারি তার আরও চার সহকর্মীকেও অপহরণ করা হয়।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেন সংঘাতে জর্জরিত হয়েছে, পরের বছর বিপর্যস্ত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ শুরু করে।
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধের ফলে গত কয়েক বছরে দেশিটতে কয়েক লাখ মানুষ মারা গেছে এবং বাস্ততুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। ঢাকাট্রিবিউন