করোনাকালে প্রায় তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'প্রাণ প্রিয়' নাটকের শুটিংয়ে অংশ নেন তারা। তবে ইউনিটের ২ সদস্য করোনা পজিটিভ হাওয়ায় শুটিং বন্ধ করে সবাইকে কোয়ারেন্টিনে যেতে হয়েছে।
নির্মাতা মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুটিংয়ের আগে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইউনিটের ২২ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তখন সবার রেজাল্ট নেগেটিভ বলে জানতে পারি। কিন্তু ৭ জুলাই শুটিং শুরু করার পর একজনের ১০০ ডিগ্রি জ্বর পাওয়া যায় এবং আরেকজনের করোনার উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে পুনরায় তাদের নমুনা দেওয়া হয়। এরপর ৮ জুলাই শুটিং চলাকালীন সময় তাদের রেজাল্ট পজিটিভ আসে। বিষয়টি জানতে পেরে কয়েকটি দৃশ্য বাদ রেখেই শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ইউনিটের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) অপূর্ব, মেহজাবীন এবং আবারো নমুনা দিয়েছি। সবার কাছে দোয়া চাইছি।