রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), একটি জাতীয় পর্যায়ের বেসরকারী স্বোচ্ছাসেবী সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) এর তত্ত্বাবধানে এবং আর্থিক সহায়তায় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় Enhancing Food Security and Nutrition (EFSN) প্রকল্পের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ০২(দুই) মাসের জন্য উল্লেখিত পদে জনবল নিয়োগ করা হবে।
Job Requirements
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।পরবর্তীতে প্রকল্পের মেয়াদকাল বৃদ্ধি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
No of Vacancies:
০৪ জন।
Job Level:
Entry
Job Nature:
Full Time
Industry:
NGO / Development
Preferred Business Area
NGO / Development
Salary
মাসিক সর্বসাকুল্যে বেতন: ৮,০০০/-
Desired Education
নূন্যতম অষ্টম শ্রেনী পাশ হতে হবে।
Apply Instructions:
শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ০৭/১২/২০১৭ইং-এর মধ্যে পরিচালক বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল সার্টিফিকেট (শিক্ষাগত ও অভিজ্ঞতা)-এর ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ৩(তিন) কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার ‘রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), জোনাল অফিস, দক্ষিন তারাবুনিয়ার ছড়া, কবরস্থান রোড, কক্সবাজার’ এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org থেকে পাওয়া যাবে।
খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
পাঠকের মতামত