শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
অবশেষে ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল
প্রকাশিত - অক্টোবর ১, ২০১৬ ৭:১৮ এএম
শেষপর্যন্ত সব সংশয় কাটিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দলটি। দলে আছেন ১৬ ক্রিকেটার। আর বাকিরা হলেন কোচিং স্টাফ, ইসিবি কর্মকর্তা ও নিরাপত্তা প্রতিনিধি।
তবে অধিনায়ক ইয়ন মরগ্যান এবং ওপেনার আলেক্স হেলস নিরাপত্তার কারণে আসছেন না। ফলে বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে যথারীতি থাকছেন অ্যালিস্টার কুক। এদিকে চোটের কারণে জেমস অ্যান্ডারসন ও মার্ক উডও আসছেন না।
৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.