প্রকাশিত: ১৭/০৭/২০১৮ ৭:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৭ এএম

বিনোদন প্রতিবেদক ::
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ভাইজান এলো রে’। জয়দীপ মুখার্জী পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা।

গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। সম্প্রতি এটি বাংলাদেশ সেন্সর বোর্ডে জমা দেয়া হলে বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২০ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স।

কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...