অবসরে গেলেন ইয়াবা কারবারির পাশে থাকা পুলিশের সেই আলোচিত ডিআইজি এসএম মনির-উজ-জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তার এ অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়।জিএম ছারোয়ার নামে এক ইয়াবা কারবারিকে কক্সবাজারের রামু থানার একটি ইয়াবার মামলার চার্জশিট থেকে বাদ দিতে চাপ প্রয়োগ এবং ওসি লিয়াকত আলীকে হয়রানির অভিযোগ রয়েছে চট্টগ্রাম রেঞ্জের সাবেক এ ডিআইজির বিরুদ্ধে।
গত ২ জুলাই এসএম মনির-উজ-জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এত দিন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে কর্মরত ছিলেন।