প্রকাশিত: ৩০/০৬/২০১৮ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২০ এএম

ডেস্ক রিপোর্ট::
সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রসাধনীর কৌটার ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচারকারী চক্রের মূলহোতা মনিরুজ্জামান লাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরের দিকে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।

গ্রেফতারকৃত মনিরুজ্জামান লাবু বিশ্বাস সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডের আবদুল কুদ্দুসের ছেলে এবং ইয়াবা পাচার মামলার প্রধান আসামি।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, গত ২ জুন সুন্দরবন কুরিয়ারে পার্সেলের মাধ্যমে প্রসাধনীর কৌটায় অভিনব পন্থায় চট্টগ্রাম থেকে ৪ হাজার ৮০০ পিচ ইয়াবা আমদানিকালে লাবু বিশ্বাসের দুই সহযোগী আল আমিন ও আবদুল জলিলকে আটক করা হয়।

আটকরা আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে উদ্ধার হওয়া ইয়াবার মূল মালিক মনিরুজ্জামান লাবু বিশ্বাস বলে জানায়। এ ঘটনার পর লাবু বিশ্বাস গা-ঢাকা দেয়।

শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে লাবুকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...