বলিউড অভিনেত্রী বিদ্যা বালান মনে করেন যেকোনো অভিনেতা-অভিনেত্রীর কাছেই লজ্জাহীন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নোদিয়ায় একটি অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির এ নায়িকা এমন মন্তব্য করেন।
বিদ্যা বলেন, অভিনয় করতে গেলে অবশ্যই লজ্জাহীন হতে হবে। এছাড়া নির্ভীক ও বিন্দাসও হওয়া দরকার।
যারা বলিউডে আসতে চান তাদের উদ্দেশে বিদ্যা বালান বলেন, সফলতা এমনি এমনি আসে না কিংবা সফলতা কেউ এনে দেবে না। নিজেকেই নিজের রাস্তা খুঁজে বের করতে হবে এবং সকল ক্ষেত্রেই সফলতার সবচেয়ে বড় গুণ হল নিজের আত্মবিশ্বাস।
বর্তমানে বিদ্যা বালান তার পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’র প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
১৭ নভেম্বর মুক্তি পাবে ‘তুমহারি সুল’ সিনেমাটি।যেখানে একজন গৃহিণী কীভাবে তার স্বামী এবং সন্তানদের সঙ্গে জীবনযাপন করেন তা দেখানো হবে।সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিভানি।
মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়ে এ সিনেমাটি তৈরি হয়েছে। বিদ্যা বালান সুল নাম ভূমিকায় অভিনয় করেছে। সুলু একজন খুবই উদ্যমী নারী। যে কিনা সব কিছুই করতে চায়। সিনেমার কালেকশন নিয়ে মোটেও চিন্তা করছেন না বিদ্যা। সিনেমা দেখার পর মানুষ হাসিমুখে হল ছাড়বে।
পাঠকের মতামত