ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ৩:৪৭ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা অজ্ঞাত সাত মরদেহের একটির পরিচয় মিলেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। নিহতের নাম মো. হাসান (১৯)। তিনি রাজধানীর কাপ্তানবাজার এলাকার একটি ইলেক্ট্রিক দোকানের কর্মচারী ছিলেন।

এখনও জুলাই অভ্যুত্থানে নিহত এক নারীসহ ছয় অজ্ঞাত মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় থেকে নিখোঁজ স্বজনের খোঁজে দুই পরিবার এসেছিল ঢামেক মর্গে। এদের মধ্যে হাসানের পরিবার একটি মরদেহের দাবি করেছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় ডিএনএ নমুনা।

বৃহস্পতিবার তা নিশ্চিত হওয়া গেছে।
মর্গ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবার মরদেহ নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া শেষে করেছে। শুক্রবার হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১২ জানুয়ারি সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে এসেছিল হাসানের পরিবার।

নিহত হাসানের মরদেহটি যাত্রাবাড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানান রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।

তিনি বলেন, “ঢামেক মর্গে থাকা সাত মরদেহের মধ্যে ছয়টি মরদেহ আমাদের মধ্যে, আরেকটি দেখছেন যাত্রাবাড়ী থানা পুলিশ। ”

হাসানের চাচা নুরে আলম জানিয়েছেন, তার ভাতিজাকে গণঅভ্যুত্থানের পর থেকে আর পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলার বাগচির গ্রামের মনির হোসেন ও মা গোলেনুর বেগমের ছেলে হাসান। যাত্রাবাড়ির সুতি খালপাড় বালুর মাঠ এলাকায় থেকে একটি ইলেক্ট্রিক দোকানে কাজ করতেন তিনি।

দুই ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন সবার বড়। তার বাবা গ্রামে কৃষিকাজ করেন।

হাসানের বাবা মনির হোসেন বলেন, “আমরা ফেসবুকে দেখেছি, একটি ছেলের পায়ে তার পেচানো ছিল। মুখে হালকা দাড়ি, পায়জামা-পাঞ্জাবি পরা ছিল। মনে হয়েছিল, সেই আমাদের হাসান। আজ তাই হলো।

পাঠকের মতামত

ড. ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, পাশেই ছিলেন ট্রাম্প

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী ...

র‍্যাব বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির ...