প্রকাশিত: ১৮/০৯/২০১৬ ৭:২৪ এএম

3775f781a9b32560f23005d2dd73f916বোয়ালখালী প্রতিনিধি ::

বোয়ালখালীতে একটি ‘অলৌকিক হাত’ দেখতে আশ-পাশের হাজারো উৎসুক মানুষের ঢল পড়েছে। উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে পূর্ব সৈয়দ নগর বড়পুকুর পাড়ে হযরত রমজান আলী শাহ মাজারের পাশে টেক্সি গ্যারেজে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হযরত রমজান আলী শাহ’র (রহ.) মাজারের পার্শ্বে লাগোয়া সিএনজি টেক্সির গ্যারেজ। প্রতিদিনের ন্যায় সকালে তা পরিষ্কার করতে গ্যারেজের মালিক কামাল উদ্দিনের স্ত্রী পারভীন সেখানে যান। হঠাৎ এ ঘরে অবিকল একটি হাত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে স্বামীকে খবর দেন। খবর পেয়ে কামাল উদ্দিন এসে তা দেখে স্থানীয়দেরকে জানান। তবে হাতটি দেখতে মানুষের হাতের মতো হলেও আকারে বড় এবং আঙুল রয়েছে চারটি। মাজারের পাশে হওয়ায় ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং একেকজন একেক রকম মন্তব্য করেন। সারাদিন এ হাতটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। খবর পেয়ে বোয়ালখালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতে এলাকার মুরুব্বি ও স্থানীয় আলেম ওলামার পরামর্শে সেটি মাজারের পাশে কবর দেয়া হয়। এলাকাবাসী এঘটনাকে অলৌকিক দাবি করলেও কৃষি কর্মকর্তারা হাতের মত দেখতে বস্তুটিকে একটি বন্য মাশরুম হিসেবে উল্লেখ করেন। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরী বলেন, মাশরুমের বহু প্রজাতি রয়েছে। পরিবেশ ভেদে একেক জায়গায় একেক রকম প্রজাতির মাশরুম জন্মায়। হতে পারে এটি এক ধরনের বন্য মাশরুম।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.সালাহ উদ্দিন জানান, আকার মানুষের হাতের মতো হওয়ায় কৌতুহল জন্মেছে।

স্থানীয় বাসন্দা নাজিম উদ্দিন জানান, অবিকল হাতের মতো দেখতে জিনিসটির পাশে আরো দুইটি আঁকা বাঁকা বস্তু রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখতে ভিড় জমান। পরবর্তীতে মানুষের ভিড় বাড়তে থাকায় পুলিশ এসে বিকেলে তা মাজার এলাকায় মাটিচাপা দেয়।

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত মেজর সিনহা হত্যা মামলা দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত সেনাবাহিনীর ...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা ...

উখিয়ার সন্তান রফিকুল করিমকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন

উখিয়ার সন্তান রফিকুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। ...

সাতকানিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উখিয়ার কিশোরের

চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট-বান্দরবান মহাসড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে ...