উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/০৩/২০২৩ ৯:১০ এএম

তারকায় ঠাসা দল নিয়েও বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে। এই হারে এবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ অধরাই রয়ে গেল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির। তবে গত বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে ম্যাচের মধ্যেই বড় বিপদের হাত থেকে রক্ষা পান মেসি।

বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়ার দিনে লা পুলগাকে আলিঙ্গন করতে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেসিকে বাঁচাতে গিয়ে তাকে প্রায় ধাক্কাই মেরে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। তবে সেই যাত্রায় অল্পের জন্য বেঁচে যান মেসি।

অপ্রীতিকর এই ঘটনাটি যখন ঘটে, তখন ফরাসি চ্যাম্পিয়নরা পিছিয়ে ছিল ০-২ ব্যবধানে। সেই সময় নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। এমনকি মেসির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন সে। তবে ফুটখানেকের দূরত্ব থেকে তাকে সরিয়ে আনেন এক নিরাপত্তারক্ষী। পরবর্তীতে বাকি নিরাপত্তারক্ষীরা এসে সেই সমর্থককে সরিয়ে নিয়ে যান।

এমন ঘটনায় মেসি কিছুটা চমকে গিয়েছিলেন। এরপর নিরাপত্তারক্ষীদের এড়িয়ে মাঠে থেকে বেরিয়ে যান এই আর্জেন্টাইন তারকা।

এর আগে প্যারিসে প্রথম লেগের পর বুধবার মিউনিখের দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে হেরে যায় পিএসজি। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয় বায়ার্নের। এ নিয়ে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের।

পাঠকের মতামত

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...

ঝিমিয়ে পড়েছে কক্সবাজারের ক্রীড়াঙ্গন

কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামজুড়ে সুনশান নিরবতা। গ্যালারিতে নেই দর্শকদের উচ্ছ্বাস। চেয়ারগুলোতে জমেছে ধুলাবালি। সবুজের ...

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...