শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
অানোয়ার উখিয়া উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া ও স্কাউট শিক্ষক নির্বাচিত
প্রকাশিত - জুন ১৬, ২০১৬ ৮:৩০ পিএম
উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অানোয়ার ইবনে কামাল উখিয়া উপজেলার শ্রেষ্ঠ ক্রীড়া ও স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে। অানোয়ার ইবনে কামালকে গত ১৪ জুন উখিয়া উপজেলা মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাঈন উদ্দিন ২০১৬ শিক্ষাবর্ষের জন্য উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করেন বলে তিনি তাঁর মোঠু ফোনে প্রতিবেদককে জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবুল হোসাইন সিরাজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি গণ। ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া ও স্কাউট শিক্ষক আনোয়ার ইবনে কামাল এই ছাড়াও উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বহুবার কৃতৃত্ব রেখেছে এবং শ্রেষ্ঠ ক্রীড়া ও স্কাউট শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিল।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.