বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
অামার এমপি ডটকমে জনগণের প্রশ্নের উত্তর দিলেন এমপি বদি
প্রকাশিত - ডিসেম্বর ৫, ২০১৬ ৯:২৮ পিএম
নিউজ ডেস্ক::
- এমপিরা এবার জনতার মুখোমুখি হচ্ছেন অনলাইনে। উত্তর দিতে শুরু করেছেন জনগণের। সম্প্রতি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘ডিজিটাল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন এমপিরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তা নজর কাড়ে সংসদ সদস্যদের। প্রতিবেদনটি তৈরিতে উপাত্ত হিসেবে ব্যবহৃত হয় একটি সামাজিক গবেষণার তথ্য। ওই গবেষণাটি পরিচালনা করে আমার এমপি টিম। ‘আমার এমপি ডটকম’ নামের একটি ওয়েবপোর্টালে সংসদ সদস্যদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সেখানে দেখা যায়, খোদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব নন একাধিক মন্ত্রী-এমপি।
তবে এবার তারা সরব হচ্ছে আমার এমপি ডটকমে। সেখানে তারা উত্তর দিচ্ছেন জনগণের করা প্রশ্নের। প্রথম উত্তরটি দিয়েছেন হবিগঞ্জ ৩ আসনের এমপি আবু জহির চৌধুরি, যিনিসামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সিলেট বিভাগে সবচয়ে বেশি সরব। দ্বিতীয় উত্তর দিয়েছেন কক্সবাজার ৪ আসনের এমপি আবদুর রহমান বদি। মোঃ তারেক নামে এক যুবক টেকনাফের মাদক ও শিক্ষা ব্যবস্থা নিয়ে এমপি বদির কাছে জানতে চান। তার প্রশ্নের উত্তরে এমপি বদি আগামী ১ বছরের মধ্যে টেকনাফের মাদক ব্যবসা অনেকাংশে নির্মূলের প্রত্যাশা ব্যক্ত করেন আর শিক্ষায় গত ৮ বছরে উন্নয়নের চিত্র তুলে ধরেন।
Copyright © 2024 UkhiyaNews.Com. All rights reserved.