মহেশখালী প্রতিনিধি::
ছোট ভাইয়ের বিয়ের দিন বড়ভাই স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে হবুবধূও প্রত্যাখ্যান করল হতভাগা বরকে। জানা গেছে, স্বর্ণ হারানোর পর পুনরায় ধার করে আবারো ৫ ভরি অলংকার কিনেন বর আব্দুস সালাম। তা নিয়ে রোববার সন্ধ্যায় ৩০০ বরযাত্রী সহ হবু শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তিনি। বর পক্ষের দু’ভাইয়ের এহেন আচরণ দেখে ততক্ষণে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে কনে পক্ষ। কনের বাড়িতে ৩শ বরযাত্রী নিয়ে বর সন্ধ্যায় হাজির হওয়ার পর কনের বাবা যথারীতি তাদের আপ্যায়ন করেন। তারপর বর পক্ষকে তিনি বলেন, ‘আঁরা মাইয়্যা দিতাম নঅ’ (আমরা কনে দেব না)। এরপর বর পক্ষ স্থানীয় গণ্যমান্য লোকজনকে নিয়ে কনে ও কনের বাবাকে বুঝানোর অনেক চেষ্টা করেন। কিন্তু কনে জেসমিন আক্তারের সাফ জওয়াব, যে বাড়ির ছোট ভাইয়ের বিয়ের স্বর্ণালংকার চুরি করে বিয়ের দিন বড় ভাই পালিয়ে যায় সেই বাড়ির ছেলেকে তিনি বিয়ে করবেন না। অবশেষে রবিবার রাত ১২ টার দিকে বর আবদুস সালাম কনে ছাড়াই বিফল মনোরথে নিজের বাড়িতে ফিরে আসেন। কনের পিত্রালয়ে এ সময় উপস্থিত থাকা মধ্যস্থতাকারী হোয়ানকের আমান উল্লাহ, সফিউল আলম, মোঃ নোমান লেদু ও বরের পক্ষের দেবাঙ্গা পাড়ার সাবেক মেম্বার তালেব আলী জানান, তারা কনের বাবা ও কনেকে বুঝানোর অনেক চেষ্টা করেছেন। কিন্তু কনে পক্ষ মেয়ে দিতে রাজি হয়নি।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বড় মহেশখালীর দেবাঙ্গপাড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুস সালামের সাথে একই উপজেলার হোয়ানক বড় ছড়া গ্রামের আজিজুর রহমানের কন্যা জেসমিন আক্তার মুন্নীর বিয়ের দিন ধার্য ছিল ৩১ জুলাই। রোববার দুপুরে বরযাত্রার প্রাক্কালে আব্দুস সালামের বড় ভাই ফরিদুল আলম বোনের হাতে থাকা ১০ ভরি স্বর্ণালংকারের ব্যাগ নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে বর মহেশখালী থানায় গিয়ে স্বর্ণালংকার উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দায়ের করে। সন্ধ্যায় আবার কিছু স্বণালংকার জোগাড় করে হবু শ্বশুর বাড়িতে গেলেও কনে আনতে ব্যর্থ হয়। এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান, অভিযোগ পেয়েছি, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত