ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/১১/২০২৩ ১০:১৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৯৮ আসনে এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রেখেছে দলটি। মনোনয়নপ্রাপ্তিতে পুরুষরা এগিয়ে থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনের জন্য দলটির সভাপতি শেখ হাসিনাসহ মোট ২৪ নারী প্রার্থীকে মনোনয়ন পেয়েছেন, যা মোট প্রার্থীর ৮ দশমিক ০৫ শতাংশ।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

মনোনয়ন পাওয়া নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), শিরীন শারমিন চৌধুরী (রংপুর-১), আফরুজা বারী (গাইবান্ধা-১), মাহবুব আরা বেগম গিনি (গাইবান্ধা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), মোছা. জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), সুলতানা নাদিরা (বরগুনা-২), শাম্মী আহমেদ (বরিশাল-৪), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিরা নূর (কিশোরগঞ্জ-১), মমতাজ বেগম (মানিকগঞ্জ-২), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সানজিদা খাতুন (ঢাকা-৪), রুমানা আলী (গাজীপুর-৩), সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মেহের আফরোজ (গাজীপুর-৫), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২), সেলিমা আহমাদ (কুমিল্লা-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), নিলুফার আনজুম (ময়মনসিংহ-৩) এবং শাহীন আক্তার (কক্সবাজার-৪)।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ঢুকতে বিধিনিষেধ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি ...