উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১০:৩০ এএম

আগামীকাল রোববার থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা করবে। এতে দিন গিয়ে দিন ঘুরে আসতে পারবে পর্যটক ও যাত্রীরা। নতুন সুবিধা কার্যকর হলে পর্যটন খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর যাত্রী বাড়লে ফ্লাইট সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

কক্সবাজার বিমানবন্দরে এতদিন ফ্লাইট ওঠানামা করতো সন্ধ্যা ৭টা পর্যন্ত। সম্প্রতি রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে বর্তমানে বিভিন্ন এয়ারলাইন্সের দৈনিক ১৭টি ফ্লাইট চালু রয়েছে। নতুন সুবিধা কার্যকর হলে বাড়বে ফ্লাইট সংখ্যা, এক দিনেই ঘুরে আসতে পারবেন পর্যটক ও যাত্রীরা।

রাতে ফ্লাইট চালু করাকে পর্যটনের প্রসারে বড় সুযোগ হিসেবে দেখছেন এ খাত সংশ্লিষ্টরা। তবে ২৪ ঘণ্টাই এই বিমানবন্দরটি খোলা রাখা উচিত বলে মনে করেন তারা। এদিকে, চাকরির কারণে কক্সবাজারে প্রচুর বিদেশি আছে। তাদের নানা কাজে প্রায়ই ঢাকায় আসতে হয় এবং কাজ শেষে দিনের মধ্যে ফিরে যেতে হয়। রাতে ফ্লাইট চালু হলে তাদের জন্যও সুবিধা হবে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন জানান আগামী রবিবার থেকেই নতুন সুবিধা কার্যকর হবে । শীতে যাত্রী বেশি থাকার কারণে ফ্লাইটও বাড়বে বলে জানান তিনি

পাঠকের মতামত

কক্সবাজারে নিহত মেজর সিনহা হত্যা মামলা দ্রুত শুনানি করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে নিহত সেনাবাহিনীর ...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ, রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনসহ ৭ দফা ...

উখিয়ার সন্তান রফিকুল করিমকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন

উখিয়ার সন্তান রফিকুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। ...