আগামী মার্চ এর মধ্যে বা আরও কিছু সময় পরে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
শনিবার রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার’ এর ২১ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘এই দেশ কোন দলের কাছে ইজারর দেওয়া হয়নি’ মন্তব্য করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি রন্ধ্রে-রন্ধ্রে ঢুকে গেছে। আমরা দায়িত্ব নিয়েছি ৫ মাস চলছে। ১৮ বছরের জঞ্জাল এই ২/৪ মাসে পরিস্কার সম্ভব নয়।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে আমরা সংস্কারে হাত দিয়েছি। মার্চের ভেতরে বা আর একটু পরে সংস্কার কাজ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের আমরা নিয়োগ দিয়েছি। ভোটার তালিকা পহেলা জানুয়ারি থেকে হালনাগাদ শুরু হবে। আমরা আগামীতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবো। ১৬/১৭ বছর পর এই প্রথম কোন ভোটার তাঁর পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবে। আগে ভোটের নামে প্রহসন ছিল। মানুষ ভোট দিতে যায়নি।’
সভায় ‘যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোন দারিদ্র থাকবে না’ বলেও মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরীবের কাছে গেলে ১০ বছরের মধ্যে দেশে কোন ভিক্ষুক থাকবে না। ধনীদের টাকায় গরীবের হক আছে।’
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর সভাপতি মাওলানা মুফতি কিফায়াত উল্লাহ শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ভারত থেকে আসা ইসলামিক বক্তা হযরত মাওলানা সৈয়দ আশহাদ রশিদী
বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা ...
পাঠকের মতামত