প্রকাশিত: ২৬/০৬/২০১৭ ৫:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

রোববার (২৫ জুন) সন্ধ্যায় আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (২৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরে প্রতিটি মুসলিম ঘরে ঘরে নানা ধরনের আয়োজন দেখা যায়। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাবি করছে নাড়ির টানে ছুটে গেছেন লাখ মুসলিম। সকাল হতেই দলবেধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হয় ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদ মানেই এক অনাবিল আনন্দ। ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য একসঙ্গে নামাজ আদায় করবে শিশু থেকে বৃদ্ধ, সবাই শামিল হবেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করবেন। এরপর সবাই কোলাকুলি করবেন।

পাঠকের মতামত

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ

ইসলামী ঐতিহ্যের স্মৃতি বিজড়িত তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ, ...