উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ১০:২৫ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল সাড়ে ৮ টায় নৌপথে তিনি মহেশখালীর মাতারবাড়ি আল্টাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন এবং সেখানে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান একইদিন বিকেল সাড়ে ৩ টায় মাতারবাড়ি থেকে কক্সবাজার রওয়ানা দেবেন এবং সন্ধ্যা ৬ টায় একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সফরসঙ্গী হবেন

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...