আজ ১১ ডিসেম্বর কক্সবাজার শত্রু মুক্ত দিবস ।এই দিন পর্যটন নগরী কক্সবাজার বাসীর জন্য এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানচিত্রে খচিত লাল সবুজের পতাকা কক্সবাজারের মাটিতে উড্ডয়নের মধ্যে দিয়ে কক্সবাজারকে পাকিস্তান হানাদারমুক্ত ঘোষণা করা হয়। সেই দিন থেকে প্রতি বছর ১১ ডিসেম্বর কক্সবাজার শত্রু মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সূত্রে জানা যায়, এ দিনে কক্সবাজারের মাটিতে শত্রু মুক্ত ঘোষণা করেন কক্সবাজার জেলার যুদ্ধাকালীন প্রথম সশস্ত্র কমান্ডার, শিক্ষানুরাগী, প্রবীণ রাজনীতিবিদ, জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জয় বাংলা বাহিনী ৭১ এর প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। পাবলিক লাইব্রেরীর মাঠে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিভাবে বাংলাদেশের স্বাধীনতার পতাকা কক্সবাজারের মাটিতে সর্বপ্রথম উত্তোলণ করে কক্সবাজার শক্র মুক্ত ঘোষণা করে দিক নির্দেশনা মূলক ভাষন দেন তিনি।