নিউজ ডেস্ক :
ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) সংসদীয় প্রতিনিধি দল বুধবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন। ওআইসি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সংকটে দৃঢ় ভূমিকা নিতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ( ১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, ওআইসির সংসদীয় ইউনিয়নের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরো দৃঢ় ভূমিকা নেয়ার জন্য অনুরোধ করেন।
প্রতিনিধি দল রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে। ওআইসির ৭ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে। প্রতিনিধি দলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান, তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।
পাঠকের মতামত