নিউজ ডেস্ক:: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সঙ্গে আটক আনোয়ার ও ওয়াসিম জড়িত বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
রোববার জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিএমপি কমিশনার।
ইকবাল বাহার বলেন, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের সঙ্গে আনোয়ার ও ওয়াসিম জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শনিবার নগরীর রাঙ্গুনিয়া থেকে তাদেরকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
পাঠকের মতামত