প্রকাশিত: ২৭/০১/২০১৭ ১১:২৭ এএম

মোঃ জয়নাল আবেদীন, কাউখালী, রাঙামাটি ::
আঠারো বছরের নীচে কোন ছাত্র-ছাত্রীকে নিয়ে কোন মহল মিছিল সমাবেশে টানাটানি করলে প্রশাসনকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি ২৬ জানুয়ারী সকাল ১১টায় কাউখালীর পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আরও বলেন, মানসম্মত শিক্ষার মাধ্যমে মুক্ত মন, মুক্ত চিন্তার মানুষ তৈরী করার লক্ষ্যে স্কুল পর্যায় থেকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম করতে হবে। নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে নিতে হবে। তিনি বলেন, ভাল ফলাফল করার জন্য যোগ্য শিক্ষক ও দায়িত্বশীল অভিভাবক দরকার। একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠার নিজেকে মানষিক ভাবে উন্নত করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এরশাদ সরকারের সাভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম চৌধুরী, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মংশুইউ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এন্যানি চাকমা, সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক করুনাময় চাকমা।

প্রধান অতিথি বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় চায়না এমন জাতি পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু পার্বত্য অঞ্চলে একটি মহল চায় না এ অঞ্চলে ভাল কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক। দীপংকর বলেন, এসব কুচক্রী মহলস কর্তৃক পার্বত্য অঞ্চলে অস্ত্রবাজী চাঁদাবাজীর কারণে উন্নয়ন কর্মকান্ড মারাত্মক ব্যাহত হচ্ছে। এদের হাত থেকে পার্বত্য অঞ্চলকে রক্ষা করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারের বিকল্প নেই।

সভার পূর্বে প্রধান অতিথি পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করেন। #

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...