রোহিঙ্গা সংকট সমাধানে ২০২৫ সালে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সকল অংশীজনের সমন্বয়ে ২০২৫ সালে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। ...
ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলেন ১৯ বছরের এক তরুণী। হতাশা, ক্ষোভ কিংবা মান-অভিমানের জেরে আত্মহত্যার ঘটনা অহরহই শোনা যায়। কিন্তু ওই তরুণীর আত্মহত্যার ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
কেননা ওই তরুণী আত্মহত্যার দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন পেরিস্কোপে মাধ্যমে। ঝাঁপিয়ে পড়ার আগে নিজের কিছু কথা রেকর্ড করেছেন ওই তরুণী।
তিনি যে ধর্ষণের শিকার হয়েছিলেন তাও জানিয়ে দিয়েছেন ওই রেকর্ডে। ধর্ষকের নামও বলে দিয়েছেন। ফ্রান্সের কর্মকর্তারা তরুণীর ওই রেকর্ড যাচাই-বাছাই শুরু করেছে। দক্ষিণ প্যারিসের ইগলি অঞ্চলে এ ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, পেরিস্কোপে এই ঘটনার সরাসরি সম্প্রচার দৃশ্য দেখে এক ব্যক্তি পুলিশে খবর দেন। পেরিস্কোপ স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে টুইটার অ্যাকাউন্টের সাহায্যে ভিডিও সরাসরি সম্প্রচার করা যায়।
পাঠকের মতামত