সংঘর্ষেসাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাবি শিক্ষার্থী রহমতুল্লাহ বাকী বলেন, ‘আমরা আনসারদের বলেছিলাম দেশে বন্যা, এ পরিস্থিতিতে
আপনারা এখানে হৈচৈ করছেন? এছাড়া আপনাদের দাবি তো মেনে নিয়েছে। আপনারা এখন চলে যান। এই বলতেই তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
সংঘর্ষে আহতরা হলেন- রিয়াজ (২৫), শফিকুল (২৫), রাসেল (৩২), রায়হান (২৫), তন্ময় (২০), আ. কাদের (২৪), উজ্জ্বল (২৫), তাজিলুর রহমান (২৫) , তুহিন (২৪), বিক্রম (২৫), তাসিন (২০), জাকির (২৫), আসিফ (২৪), শফিক শাহরিয়ার (২৫),
রাকিব (২৩), রবিন (১৮), বকুল (২৮), মিনারুল (২৭), শাকিল (২১), সাইম (২১), শান্ত (২৩),
খলিলুর রহমান (২৫), আনছার সদস্য শিউলী (২৪), প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার (২৪) প্রায় ৪০ জন।
তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে। তারা হরেন হাসনাত আব্দুল্লাহ (২৫), আব্দুর রহমান (৩০), আব্দুল কাদের (২৪)