উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৫৯ পিএম

উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে উপ – নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। আসন্ন রাজাপালং উপ – নির্বাচনে
আনারস প্রতীক বরাদ্দ দিলে তিনি তার প্রত্যাশিত আনারস প্রতীক পান।

শুক্রবার (১২ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ও বিভিন্ন স্থানে মিছিল , গণসংযোগ করতে দেখা গেছে।

এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার।
আগামী ২৭ জুলাই রাজাপালং উপ – নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে তৈরি করছে বসতভিটা

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটে রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকায় বনবিভাগের সহযোগিতায় ...

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকাআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকাআপ চালক ও হেলপার রয়েছেন। মঙ্গলবার ...