প্রকাশিত: ২৪/১১/২০১৬ ৭:১৫ এএম

রাহাত সাইফুল :

‘আপন মানুষ’র টানে কক্সবাজার গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রী পরীমনি। আজ মঙ্গলবার রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।pori-

তবে পরীমনির এমন বক্তব্যে বেশ ধাঁধার তৈরী হয়। তাই বিষয়টির জট খুলে পরীমনি বলেন, ‘‘আজ (মঙ্গলবার) থেকে কক্সবাজারে ‘আপন মানুষ’ শিরোনামের সিনেমার গানের শুটিং শুরু হচ্ছে। এ গানের শুটিংয়ে অংশ নিতেই কক্সবাজার যাচ্ছি। ওখানে টানা ছয় দিন শুটিং করে ঢাকায় ফিরব।’

প্রতিদিনই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে কোনো শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তাই অসুস্থতাকে ছুটি দিয়ে আবার ফিরলেন নিজ ভুবনে।

শাহ আলম মন্ডল পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ প্রসঙ্গে শাহ আলম মন্ডল রাইজিংবিডিকে বলেন, ‘‘আপন মানুষ’ সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেয়েছি। এ সিনেমার দুটি গান বাকি ছিল। এখন এ গান দুটির শুটিং করতেই কক্সবাজারে যাচ্ছি। গান দুটির শুটিং শেষে সেন্সর বোর্ডে দেখিয়ে মুক্তির তারিখ ঠিক করব।’

পরী, বাপ্পি ছাড়াও এতে আরো অভিনয় করছেন, সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।

রাইজিংবিডি/ঢাকা/২৩

 

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...