শহিদুল ইসলাম, উখিয়া ::
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহামদ এরশাদ বলেছেন যেখানে মানুষের বিপদ, সেখানে জাতীয় পার্টি। যেখানে সমস্যা, সেখানে সমাধান জাতীয় পার্টির। ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজারের উখিয়ার বালুখালী বস্তিতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথা বলেন। জাপা চেয়ারম্যান এরশাদ আরো বলেন, মানুষের দুঃখ দুর্দশায় আমি বসে থাকতে পারিনা। জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ে থাকতে পারেনা। তাই মিয়ানমার সরকার বাহিনীর দমন -নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে আবারো ছুটে এলাম। রোহিঙ্গাদের পাশে আছি, থাকবো। এসময় তিনি বলেন, মিয়ানমার সরকারের প্রতি আহবান জানাচ্ছি, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি চাইনা। এ হত্যা বন্ধ করুন। সভ্যতার পরিচয় দিন। জাপা চেয়ারম্যানের সাথে এসময় দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি, মৌলভী ইলিয়াস এমপি, মাহজাবিন মোর্শেদ এমপি, যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন, কক্সবাজার জেলা জাপা সাধারণ সম্পাদক এড.মোঃ তারেক, কেন্দ্রীয় সদস্য মুফিজুর রহমান, কেন্দ্রীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক নুরুল বশর ভুইয়া সুজন, জাপা কেন্দ্রীয় সদস্য ও উখিয়া উপজেলা সভাপতি অধ্যাপক নুরুল আমিন শিকদার ভুট্টো, জেলা নেতা মোশাররফ হোসেন দুলাল, নাজিম উদ্দিন সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের জাপা ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জাপা চেয়ারম্যানেন ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা ও অংশ নেন। একইদিন দুপুর ১টায় এরশাদ টেকনাফের শামলাপুরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
পাঠকের মতামত