শতভাগ স্বচ্ছতার সঙ্গে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, চোর নয়, আমরা বীরের জাতি। নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতুর কাজ আজ স্বপ্ন নয়, দৃশ্যমান।’
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে রূপান্তর করতে অর্থায়ন নিয়ে ইতোমধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে কথা হয়েছে। এছাড়া কক্সবাজারের মাতারবাড়ীতে উন্নয়নের কাজ চলছে। আর উন্নয়ন নিয়ে আরও নতুন চমক আসছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নেতায় ভরে যাচ্ছে আওয়ামী লীগ। সিকিনেতা, পাতিনেতা ও পয়সানেতাসহ নানা নেতায় আওয়ামী লীগে এখন ভরে উঠছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতার কোনও দাম নেই। তার কাছে জনগণই দামি। কেননা আওয়ামী লীগে ক্ষমতার উৎস জনগণ। জনগণই আমাদের ক্ষমতায় এনেছেন।’
সেতুমন্ত্রী বলেন,‘আওয়ামী লীগে কর্মীর চেয়ে নেতা বেড়ে যাচ্ছে। কর্মীরা নেতা হয়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো লক্ষণ নয়। তাই নেতা নয়, আমরা কিন্তু কর্মী চাই। কারণ বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্মীবান্ধব রাজনীতি করেন।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় ও সভাপতি অ্যাভভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন।