ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে সারা দেশের মানুষ । আজ রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক, রাজনৈতিক সহ সকল শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসি এলাকায় আতস বাজির মাধ্যমে দিনটিকে উদযাপন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে সারা দেশেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন শুরু করে দেশের মানুষ। ভোরের আলো ফোঁটার সাথে সাথে সাধারণ মানুষের একাত্মতা বৃদ্ধি পাবে। অপরদিকে, বিজয়ের এই ৪৫ বছর পেরিয়ে মানুষের প্রত্যাশা একটি সমৃদ্ধ বাংলাদেশ। সেখানে থাকবে না দারিদ্রতা, বৈষম্য। এমনটাই প্রত্যাশা করেন বিজয় দিবদ উদযাপনে আসা সাধারণ মানুষ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দিনটি ছিলো বৃহস্পতিবার। পৌষের সেই পড়ন্ত বিকেলে তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সাড়ে ৪টায় পাকিস্তানের সামরিক আইন প্রশাসক জোন-বি এবং ইস্টার্ন কমান্ডের কমান্ডার লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজীর নেতৃত্বে ৯১ হাজার ৫৪৯ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। মেজর জেনারেল জ্যাকবের তৈরি করা আত্মসমর্পণের দলিলে বিকালে স্বাক্ষর করেন জেনারেল নিয়াজী ও লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। মুজিবনগর সরকারের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। আর এ আত্মসমর্পণের মধ্য দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে। জন্ম নেয় একটি নতুন দেশ- বাংলাদেশ।
পাঠকের মতামত