উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/১২/২০২৩ ৮:০৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াতে বিজিবি কাজ করবে। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে আসবেন সেটাই আমরা আশা করছি। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবো আমরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আবু মোহাম্মদ মহিউদ্দিন।

আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সেক্টরে ১৫১ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকব। ঢাকা সেক্টরের ৯ জেলায় বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করব। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম আমরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করব।

নির্বাচনের আগে টহলে কোনো প্রতিবন্ধকতা আছে কি না জানতে তিনি বলেন, আপনারা দেখেছেন তেজগাঁওয়ে ট্রেনে আগুনসহ নাশকতার ঘটনা ঘটেছে। বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা কাজ করছি। তবে ছোটখাটো যদি কোনো হুমকি আসে, আপনারা দেখেছেন গত নির্বাচনে কিছু স্থানে নাশকতা হয়েছে, যেহেতু আমরা নিরাপত্তায় কাজ করছি। আশা করি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নিরাপদ পরিবেশে ভোটাররা ভোট দিতে আসবেন।

তিনি আরও বলেন, রাজধানীসহ ঢাকার ৯টি জেলার ৫১টি আসনের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধু ঢাকার মধ্যে ১৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৫০ প্ল্যাটুন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজধানীসহ ৯ জেলায় ১৫১ প্ল্যাটুন বিজিবি মোতায়েন হয়েছে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার কিছু দুর্গম এলাকা রয়েছে সেখানেও বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের আত্তীকরণের পক্ষে নয় বাংলাদেশ: পররাষ্ট্র সচিব

রোহিঙ্গাদের আত্তীকরণ বাংলাদেশের জন্য বিবেচনাযোগ্য বিকল্প নয় বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা প্রধান ল্যান্স ...

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে ঢুকতে বিধিনিষেধ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে বিধিনিষেধসহ ১০টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি ...

আমাদের নিয়ত সহিহ, গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন: সিইসি

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন নতুন নির্বাচন কমিশনার ...