বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের যাত্রী ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে নামিয়েই ফেরত যাওয়ার সময় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এরপর সাকিব জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তার পরপর সাকিব বলেন, ‘‘আমি নিরাপদে আছি। কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি’’।
ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে এভাবেই নিজের কথা জানান এই টাইগার ক্রিকেটার।
প্রাইভেট হেলিকপ্টারটি ঢাকায় ফেরার পথে বিচের কিছু দূরে বিধ্বস্ত হয়। প্রাণে বেঁচে যান সাকিব ও তার সঙ্গে শুটিংয়ে অংশ নিতে যাওয়া নাফিজ মোমেন।
ইনানি বিচে ল্যান্ডের পর এজেন্ট মোমেন ফেসবুকে স্ট্যাটাস দেন, আমরা নিরাপদেই পৌঁছেছি।
তবে সাকিব ও নাফিজ আহমেদ প্রাণে বেঁচে গেলেও নিহত হয়েছেন আরোহীদের একজন আর আহত হয়েছেন ওই হেলিকপ্টারের পাইলটসহ আরও চারজন।
সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) ...
পাঠকের মতামত