উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৫:২৫ পিএম

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। আসন্ন সম্মেলনে যদি কাউন্সিলররা আমাকে না চাই আমি থাকবো না।’

গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘আগামী ডিসেম্বরে আ.লীগের সম্মেলনে আপনি দলের দায়িত্বে থাকবেন নাকি নেতৃত্বে কোনো চমক আসছে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে রুপান্তর করতে সক্ষম হয়েছি। এখন আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। ডিসেম্বরে দলের সম্মেলন সেখানে যদি কাউন্সিলররা আমাকে না চাই তাহলে আমি থাকবো না।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, কাউন্সিলররাই নেতৃত্ব নির্ধারণ করেন। কাউন্সিলরদের সিদ্ধান্ত চূড়ান্ত। আমার তো অশনী সময় হয়ে গেছে। জাতির পিতা বাংলাদেশকে স্বাধীন করেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দেন। এরপর এদেশে হত্যাকাণ্ড ঘটে, গণতন্ত্র ছিল না। মিলিটারি শাসক ছিল। অনেক চড়াই উৎরাই পার করে গণতন্ত্র উদ্ধার করেছি।

প্রসঙ্গত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের সফর শেষে গত সোমবার দিবাগত রাত একটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। সফরের বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...