যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল ৪টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। আসন্ন সম্মেলনে যদি কাউন্সিলররা আমাকে না চাই আমি থাকবো না।’
গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ‘আগামী ডিসেম্বরে আ.লীগের সম্মেলনে আপনি দলের দায়িত্বে থাকবেন নাকি নেতৃত্বে কোনো চমক আসছে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে রুপান্তর করতে সক্ষম হয়েছি। এখন আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। ডিসেম্বরে দলের সম্মেলন সেখানে যদি কাউন্সিলররা আমাকে না চাই তাহলে আমি থাকবো না।’
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, কাউন্সিলররাই নেতৃত্ব নির্ধারণ করেন। কাউন্সিলরদের সিদ্ধান্ত চূড়ান্ত। আমার তো অশনী সময় হয়ে গেছে। জাতির পিতা বাংলাদেশকে স্বাধীন করেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা দেন। এরপর এদেশে হত্যাকাণ্ড ঘটে, গণতন্ত্র ছিল না। মিলিটারি শাসক ছিল। অনেক চড়াই উৎরাই পার করে গণতন্ত্র উদ্ধার করেছি।
প্রসঙ্গত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের সফর শেষে গত সোমবার দিবাগত রাত একটার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। সফরের বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।