ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ১০:৩৯ এএম

মায়ানমারের মংডু দখলের পরপরই আরাকান আর্মির সহায়তায় প্রায় ২৭ মাস পর টেকনাফ স্থলবন্দরে আমদানি করা চালের একটি চালান এসেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ১৯ মেট্রিক টন চালভর্তি একটি নৌযান টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে ভিড়ে।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর দিয়ে মায়ানমার থেকে চাল আমদানি করা হয়।

টেকনাফ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চালগুলো স্থলবন্দরে নিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান জিন্না অ্যান্ড ব্রাদার্স।

মায়ানমার থেকে আসা চালভর্তি ট্রলারটির মাঝি মো. জামাল বলেন, মায়ানমারের মংডু টাউন থেকে এ চাল আনা হয়েছে।

আরাকান আর্মির সদস্যরা দাঁড়িয়ে থেকে ট্রলারটি চালবোঝাই করতে দিয়েছেন। চালগুলো খালাস হবে পুনরায় মংডু শহরে ফেরত যাবে ট্রলারটি।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাতের প্রভাবে এ বছর টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি ব্যাহত হয়ে আসছিল।

বেশ কিছুদিন ধরে কেবল ইয়াঙ্গুন বন্দর থেকে প্রতি মাসে ৬-৭টি পণ্যবোঝাই নৌযান টেকনাফে আসছিল।

যদিও সংঘাতের আগে প্রতি সপ্তাহে মায়ানমার থেকে আমদানি পণ্য নিয়ে টেকনাফে ভিড়ত ৮-১৫টি নৌযান।

জানা গেছে, ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল ও মায়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

মায়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি হচ্ছে সরকারি পর্যায়ে (জিটুজি)।

মিয়ানমার রাইস ফেডারেশন এ চাল সরবরাহ করবে।

প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৫১৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় দাম পড়বে ৬১৮ কোটি টাকা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...

প্রথম আলোর প্রতিবেদন নগদে ডিজিটাল জালিয়াতি: ২,৩৫৬ কোটি টাকার ‘গরমিল’

মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ...

দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানিয়েছে কালচারাল এলিটরা – বললেন আজহারি

মুক্তিযুদ্ধে এদেশের আপামর মুসলিম জনতা অংশগ্রহণ করলেও দাড়ি-টুপিকে কালচারাল এলিটরা রাজাকারের প্রতীক বানিয়েছে বলে মন্তব্য ...