ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০২/২০২৫ ৪:৩৫ পিএম , আপডেট: ০১/০২/২০২৫ ৪:৪০ পিএম

অবশেষে ১৬ দিন পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় পণ্যবাহী বোটটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা ৩টি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের পৌঁছেছিল।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মূলত আরাকান আর্মি ৪টি পণ্যবাহী কার্গো বোট আটকে রেখেছিল। পরবর্তী বিজিবির সহায়তায় ৩টি কার্গো বোট ছাড়িয়ে আনা হয়েছে। এ বোটগুলো টেকনাফ স্থল বন্দরে মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে। তবে আরাকান আর্মির কাছে আরও ১টি পণ্যবাহী কার্গো বোট হেফাজতে ছিল। যা ১৬ দিন পর ছাড়া পেয়েছে। সেটি ঘাটে নোঙর করা আছে। কার্যক্রম শেষে, মালামাল খলাস করা হবে।

এদিকে এর আগে গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী ৪টি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এর মধ্য গত ২০ জানুয়ারি ৩টি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন পর আটকা থাকা পণ্যবাহী কার্গো বোট ছেড়ে আরাকান আর্মি। এই মুহূর্তে বোটটি ঘাটে পৌঁছেছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এসব পণ্যবাহী বোটগুলো আটক করার পর ইয়াংগুন থেকে কোনো পণ্যবাহী বোট আসেনি।

আমদানি কারক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌঁছেছে। সেখানে আমাদের ১৬শ’ বস্তা শুটকি রয়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরও একটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌছেছে।

পাঠকের মতামত

উখিয়ায় ভোটার হালনাগাদে ভোগান্তি, টাকা ছাড়া মিলেনা চৌকিদারের স্বাক্ষর

>>> উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা >>> উখিয়ায় চলছে ভোটার হালনাগাদ। ...

চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের ১৫ দিন পর শাশুড়ির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শাশুড়ি পারভীন ...

রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেডিয়েন্ট গার্ডেনের অদূরে রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ডোবা থেকে এক যুবকের মরদেহ ...