চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। রোববার (৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে ছাত্র-ছাত্রীদেরকে আসন গ্রহণ করতে হবে।
সূচি অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত অংশের পরীক্ষা নেওয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর চলতি বছরের দাখিল ও ২৭ সেপ্টেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব (এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম) পাবলিক পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
২০২১ সালের আলিম পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে।