শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ইসলামাবাদের বহুল আলোচিত বাইশারী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মিজানুর রহমান হত্যার প্রধান আসামী ছোট বোনের জামাই হামিদ উল্লাহকে গ্রেফতার করেছে চট্টগ্রামে চান্দগাঁও থানার পুলিশ। ২ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম সিএমপি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, ঐ সময় হামিদ উল্লাহ উক্ত স্থানে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শাহজাহান কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান। উল্লেখ্য, ২২ জুলাই রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চান্দেরঘোনা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় মিজানের পিতা বাদী হয়ে মেয়ের জামাই লিঙ্ক রোডস্থ মুহুরী পাড়ার তাজুল ইসলামের পুত্র হামিদ উল্লাহকে প্রধান আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।