জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ হজরতুল আল্লামা জালালুদ্দীন আলকাদেরী গতকাল শনিবার রাত সোয়া ১০টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
রাতে মরহুমের মৃত্যু সংবাদ চট্টগ্রামে আসার পর সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি সুদীর্ঘকাল জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেন।
মরহুমের নামাজে জানাজা আজ রোববার বাদ আসর ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার
বাদে জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মাঠে ও একইদিন বাদ আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসীন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ কেবিনেট নেতৃবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদারসহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে পিএইচিিপ ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান আল্লামা জালালুদ্দীন আলকাদেরীর ইন্তোকালে গভীর শোক প্রকাশ করেন।