ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা আগের চেয়ে উন্নতি কিংবা অবনতি কোনোটাই হয়নি। তার অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। মেডিকেল টিমের বরাত দিয়ে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী জানিয়েছেন, হুজুর বড় কোনো ঝুঁকির মধ্যে নেই, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি।
তাই আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ছড়ানো কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আল্লামা বাবুনগরী।
হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, আমাদের সকলের মুরব্বি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, কিছু মানুষ না জেনে গুজব ছড়াচ্ছে, আর হতে পারে কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে। আমরা দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর লাখো-কুটি ভক্তদের বলব; আপনারা গুজবে কান দেবেন না। আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা হুজুরের নেক হায়াতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন।
-