উখিয়া নিউজ ডেস্কঃ
নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলিউডের শীর্ষ আইটেম কন্যা রাখি সাওয়ান্তের। ছবির নাম ‘এক কাহানি জুলি কি’। এ ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য থাকায় এ ছবিটিকে ভারতের সেন্সর বোর্ড প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে সার্টিফিকেট দিয়েছে। ছবিতে রাখিকে দেখা যাবে একাধিক নগ্ন দৃশ্যেও। তবে ছবিটিকে প্রাপ্তবয়স্ক সার্টিফিকেট দেয়ায় বেশ ক্ষেপেছেন রাখি। সেন্সর বোর্ডের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে বেশ বিতর্কের মুখেই পড়েছেন তিনি। এমনকি সেন্সর বোর্ডের বিরুদ্ধে বলতে গিয়ে সানি লিওন সম্পর্কে বাজে মন্তব্য করতেও বাঁধেনি রাখির। রাখি বলেন, ঘুষের বিনিময়ে সেন্সর বোর্ড বিভিন্ন ফিল্মকে সার্টিফিকেট দিয়ে থাকে। বড় এবং নামজাদা প্রযোজকদের ছবিকে নির্দ্বিধায় ছাড়পত্র দেন সিবিএফসি কর্তারা। আর ছোট বা মাঝারি মানের প্রযোজকদের কাছ থেকে ফিল্মকে ছাড়পত্র দেওয়ার জন্য টাকা দাবি করেন। সিবিএফসি-র চেয়ারম্যান পহলাজ নিহালনিকে সরাসরি আক্রমণ করে রাখি বলেন, পহলাজের বাড়িতে ঢুকে ওঁকে চেয়ারম্যানের পদ থেকে টেনে নামাব আমি। ‘এক কাহানি জুলি কি’- কে প্রাথমিকভাবে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়া হলেও পরে তা পরিবর্তিত করে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়। এই প্রসঙ্গেই রাখি বলেন, আমি তো বিদেশ থেকে আসা পর্নো স্টার নই। সানি লিওনের ‘এক পহেলি লীলা’কে সেন্সর বোর্ড ‘ইউ/এ’ সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু ছবিটিতে সব রকমের নোংরামি আর অশ্লীলতা ছিল। কিন্তু আমার সিনেমাকে অনর্থক হয়রানির সম্মুখীন হতে হয় সেই ছবিতে আমি রয়েছি বলেই। প্রয়োজন হলে ‘ন্যায়বিচার’ পাওয়ার জন্য আদালতের দ্বারস্থও হতে পারেন বলে জানিয়েছেন রাখি।