প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৭:২২ এএম
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া গান নকল করেছেন বলিউডের অস্কার পাওয়া মিউজিক ডিরেক্টর এ আর রহমান।

সোমবার আসিফ আকবর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তার পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন।

তবে এ আর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি আসিফ। কোনো ঝামেলা না করারও ঘোষণা দিয়েছেন তিনি।

আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, ২০০৩ সালে বাংলাদেশের গায়ক প্রীতমের কথা ও সুরে গাওয়া ‘তুমি নেই বলে’ গানটি সরাসরি কপি করেছেন এআর রহমান। বলিউড সিনেমা ‘ওকে জানু’ তে ‘তু জো নেহি’ শিরোনামের গানটিই আসিফের গাওয়া ‘তুমি নেই বলে’ গানের কপি।

আসিফের গাওয়া গানের ভিডিও:


আসিফ এ নিয়ে লিখেছেন, আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম ‘ওকে জানু’। গানের টাইটেল ‘তু জো নেহি’। মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান। ২০০৩ সালে প্রীতমের কথা সুরে আমার গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারণ এ আর রহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।

তিনি লেখেন, মাইক্রোফোনের সামনে দাঁড়াবো আগামী সপ্তাহে। তারপরের সিনেমা দেখতেই থাকবে আসিফিয়ানরা। ২০১৭ হবে একান্তই আমার। ইতিহাস বদলে দেয়ার জন্য নয়, ইতিহাস সৃষ্টির জন্য গাইবো।

আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সেরা চ্যালেঞ্জ ২০১৭। ফুরিয়ে না যাওয়া আসিফের প্রমাণের বছর, বেশি দিন অপেক্ষা করতে হবে না, বারুদে দেশলাইয়ের আগুন প্রয়োজন হবে না, এমনিতেই জ্বলবে।

এ আর রহমানের গাওয়া গানের ভিডিও:

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...