আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম
আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ...
ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ইতিমধ্যেই প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্পও শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। তার আগে ক্রিকেটাররা সবাই যে যার মত করে ঈদের ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তবে, শুধু একজন ব্যতিক্রম। তিনি মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে মোস্তাফিজ ঈদের পরপরই ঢাকা ফিরে এসেছেন। আগামী ১৩ জুলাই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। তার আগে ইংল্যান্ড যাওয়ার জন্য সব প্রস্তুতি নিতে ব্যাস্ত মোস্তাফিজ।
মূলত মোস্তাফিজ রয়েছেন এখন পূনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ইনজুরি থেকে সেরে ওঠার জন্য এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে। ইংল্যান্ড যাওয়ার আগে সেই প্রক্রিয়াটা পূর্ন করার উদ্দেশ্যেই তার দ্রুত ঢাকায় ফিরে আসা। ঢাকায় এসেই মোস্তাফিজ নেমে পড়েছেন অনুশীলনে।
পাঠকের মতামত