উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৯/২০২৪ ১০:৪২ এএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর (মাইটিভির মালিক) বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

সোমবার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নয়।

মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। এছাড়া ওবায়দুল কাদেরকে দ্বিতীয় এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে তিন নম্বর আসামি করা হয়েছে।

মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর আসামি করা হয়েছে। হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

কয়লা আমদানি নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ ...

‌পরিস্থিতির কারণে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম, বললেন সেই ফাতিমা

‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বোন ফাতিমা তাসনিম কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন’— সম্প্রতি এমন ...