(স্বারক নং : ব্র্যাক,শেড ও এসএআরপিভি/কক্স/প্রশাঃ/যৌথ বিজ্ঞপ্তি/২০২০/০৩/০০১ ; তারিখ: ১২/০৩/২০২০)
সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলাধীন টেকনাফ,উখিয়া,মহেশখালী,পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও আস্তর্জাতিক সহায়তা সংস্থা এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার(এসিএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ব্র্যাক,শেড ও এসএআরপিভি কর্তৃক বাস্তবায়নাধীন ”কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা (সিম্যাম) এবং মা ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়ন (আইএমসিএন) কর্মসূচির মাধ্যমে সরকারের স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের লক্ষ্য মাত্রা অর্জনে সহযোগিতা করে যাচ্ছে। উক্ত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে নিম্ম স্বাক্ষরকারীর অধীনে প্রাথমিকভাবে ডিসেম্বর,২০২০ পর্যন্ত কাজ করার জন্য (প্রয়োজনে বর্ধিত হতে পারে) ২৩ জন ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার (নার্স) নিয়োগ করা হইবে। এই লক্ষ্যে আগ্রহী যোগ্য প্রার্থীগণকে নিম্মলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষ্যে আবেদন পত্রের সাথে ১) জীবনবৃত্তান্ত ২) জাতীয়তা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ৩) সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ৪) বিএনএমসি রেজিষ্ট্রেশন সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে নির্বাহী পরিচালক/এইচ আর ম্যানেজার, ব্র্যাক/শেড/এসএআরপিভি,কক্সবাজার বরাবর আবেদন করে সিভিল সার্জন কার্যালয়,কক্সবাজার এ সংরক্ষিত বাক্সে (অফিস চলাকালীন সময়ে) জরুরী ভিত্তিতে প্রেরণ করার জন্য অনুরোধ যাচ্ছে।
পদ : ইউনিয়ন নিউট্রিশন সুপারভাইজার (নার্স)
যোগ্যতা : বিএসসি নার্সিং এবং নার্সিং কাউন্সিলের সনদধারী।
বেতন : মাসিক সর্বসাকূল্যে: ৪৪,০০০/- (চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র। (ব্র্যাক/শেড/এসএআরপিভি সংস্থা কর্তৃক প্রদেয়)। (যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধাদী স্ব স্ব সংস্থার নীতিমালা অনুয়ায়ী নির্ধারিত হবে।)
আবেদন পত্র জমাদানের সময়সীমা: ১৫ মার্চ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২২ মার্চ-২০২০ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
শর্তাবলী :
প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীকে অবশ্যই লিখিত ও মেীখিক পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
আবেদনকারীদের মধ্য হইতে বাছাইকৃত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হইবে।
এই নিয়োগ যোগদানের তারিখ হইতে কার্যকর হইবে এবং চাকুরীতে যোগদানের পর থেকে সকল সুবিধাদী ভোগ করবে।
নিয়োগপ্রাপ্ত নার্সদেরকে পদায়নকৃত কর্মস্থলে (উপজেলা পর্যায়ে) অবস্থান করে কাজ করতে হবে।
কাজকর্ম সন্তোষজনক হইলে এবং প্রয়োজন সাপেক্ষে কর্তৃপক্ষ চাকুরীর মেয়াদ বৃদ্ধি করিতে পারিবেন।
চাকুরী হইতে ইস্তফা দিতে চাহিলে স্ব স্ব সংস্থার মানবসম্পদ নীতিমালা প্রযোজ্য হবে।
বয়স: ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রাপ্ত নার্সগণ ব্র্যাক/শেড/এসএআরপিভি এর কর্মী ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী পরিচালিত হবেন।
কক্সবাজার জেলার যোগ্যতা সম্পন্ন স্থানীয় প্রার্থীদের অগ্রাধীকার প্রদান করা হবে।
অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলিয়া গন্য হবে।
কোনরুপ ব্যক্তিগত যোগাযোগ সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন অংশ নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ সংশোধনের অধিকার এককভাবে সংরক্ষণ করেন।
(নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হল।)