উপজেলার পর এবার ইউনিয়ন পর্যায়েও ফাইবার অপটিক্যাল ক্যাবল সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঢাকা সফরে থাকা চীনা এক্সিম ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ কথা জানান।
তিনি বলেন, এর ফলে দেশের আড়াই হাজারের বেশি ইউনিয়ন উচ্চ গতির ইন্টারনেটের আওতায় আসবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা করা ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার মূল চ্যালেঞ্জ ছিলো দেশের প্রতিটি অঞ্চলকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা। ইনফো সরকার-টু নামের প্রকল্পের মাধ্যমে উপজেলায় পর্যায়ে ইন্টারনেট পৌঁছে গেছে।
এবার ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সহজলভ্য করতে আনা হয়েছে নতুন প্রকল্প ইনফো সরকার-থ্রি। যেখানে একটা বড় অংকের যোগান দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক।
নতুন প্রকল্পের আওতা সারা দেশের পুলিশি নেটওয়ার্ককেও শক্তিশালী করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
তিনি আরো জানান, আগামী বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ফাইবার অপটিক্যাল কেবল সংযোগ দিতে চায় সরকার।